কাউখালীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু
মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০


---

 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে নাগরিকদের জন্য উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাচন অফিসার মো.মিজানুর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার  মো. এমদাদুল হক।।

উদ্বোধনী দিনে সয়না রঘুনাথপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া বাকি ৪টি ইউনিয়নে জানুয়ারী মাস পর্যন্ত বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, সয়না-রঘুনাথপুর ইউনিয়নে ৬ জানুয়ারী থেকে ৮জানুয়ারী পর্যন্ত, আমরাজুড়ি ইউনিয়নে ৯ ও ১০ জানুয়ারী, কাউখালী সদর ইউনিয়ন ১১ থেকে ১৭ জানুয়ারী, চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন ১৮ থেকে ২০ জানুয়ারী, শিয়ালকাঠী ইউনিয়ন ২১ থেকে ২৩ জানুয়ারী পর্যন্ত দিনব্যাপী সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাউখালী উপজেলার জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ৫টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের জন্য ৫১ হাজার স্মার্ট কার্ড পেয়েছি। পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে। স্মার্ট কার্ড পেতে পুরাতন জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নতুন স্মার্ট কার্ড নিতে হবে।


আরএইচআর/কেএস 

 

বাংলাদেশ সময়: ২০:০৫:১১ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ