কাউখালীতে পৌষের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পৌষের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
শনিবার ● ৪ জানুয়ারী ২০২০


কাউখালীতে পৌষের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

কাউখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বুলবুল পৌষের অসময়ের দুই দিনের টানা বৃষ্টিতে পাকা আমন ধান,শীতকালীন সবজি ও রবিশষ্যসহ বিভিন্ন ফসলের   ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক স্থানে ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে। আবার কাটাধান শুকাতে জমিতে রাখায় তাও পানিতে নিমজ্জিত হয়েছে। এতে সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষক। সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাকা আমন ধানের ক্ষেতগুলোয়  বৃষ্টির পানি জমে থাকায় কৃষক ধান কাটতে পারছেন না। তারা জানিয়েছেন, ঘরে ফসল ওঠানোর চূড়ান্ত মুহূর্তে অধিক বৃষ্টি হওয়ায় তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
একাধিক কৃষক জানান, ধান ছাড়াও টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, পুঁইশাক, লালশাক, লাউশাকসহ শীতকালীন শাক-সবজিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার ফসল ও সবজি ক্ষেতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষক দুশ্চিন্তাগ্রস্তহয়ে পড়ছেন।এ দিকে উপজেলায় বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৩ ● ৪৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ