বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি-শাহে আলম

প্রথম পাতা » বরিশাল » বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি-শাহে আলম
বুধবার ● ১ জানুয়ারী ২০২০


বরিশাল-২ আসনের এমপি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥

বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন ও বর্ষবরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রেসক্লাব চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে থার্টি ফাষ্ট নাইটে রাত ১২টা ১ মিনিটের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীর বছর মুজিব বর্ষকে বরণ করতে একশ’ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

 

বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, প্রকৌশলী হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, উজিরপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোস্তফা সরদার, পৌর আ’লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, পল্লী বিদ্যুতের এজিএম মো.মতিউর রহমান, পৌরসভার সচিব শাহিন আক্তার, উপজেলা কৃষকলীগের আহবায়ক এম.এ ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্কাস আলী খান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি শিশির কর্মকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

 

কেএস 

 

বাংলাদেশ সময়: ১৯:১৭:২২ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ