নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি

প্রথম পাতা » সর্বশেষ » নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি
বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯


হাই কোর্ট
ঢাকা সাগরকন্যা অফিস ॥
অবৈধ দখলদারদের কবল থেকে রা করতে তুরাগ নদীকে ‘লিগ্যাল পারসন’ ঘোষণা করেছে হাই কোর্ট, যা দেশের সব নদ-নদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। জীবন্ত সত্তা হিসেবে মানুষ যেমন সাংবিধানিক অধিকার ভোগ করে, আদালতের এই আদেশের মধ্যে দিয়ে নদীর ক্ষেত্রেও তেমন কিছু মৌলিক অধিকার স্বীকৃত হলো। তুরাগ নদী রায় একটি মামলার রায় ঘোষণার মধ্যে বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ থেকে ঐতিহাসিক এ ঘোষণা আসে। বৃহস্পতিবার নদী রায় বিষয়ে ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়ে অবশিষ্ট রায় ঘোষণা করবে এ আদালত।

আইনের চোখে ব্যক্তি দুই ধরনের- নেচারাল পারসন ও লিগ্যাল পারসন। একজন মানুষ ‘নেচারাল পারসন’ হিসেবে যেসব আইনি সুবিধা ভোগ করেন, জীবন্ত সত্তা না হলেও ‘লিগ্যাল পারসন’ এর ক্ষেত্রে বেশ কিছু আইনি অধিকার প্রযোজ্য হয়। রায়ে হাই কোর্ট রায়ে বলেছে, অবৈধ দখলদারদের দ্বারা প্রতিনিয়তই কম-বেশি নদী দখল হচ্ছে। অবৈধ স্থাপনা তৈরি করায় সঙ্কুচিত হয়ে পড়ছে নদী। এসব বিষয় বিবেচনা করে তুরাগ নদীকে লিগ্যাল/জুরিস্ট পারসন হিসেবে ঘোষণা করা হল। আদালত বলেছে, নাব্যতা ও বেদখলের হাত থেকে নদী রা করা না গেলে বাংলাদেশ তথা মানবজাতি সঙ্কটে পড়তে বাধ্য।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৮ ● ৪২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ