কলাপাড়ায় নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাই মেশিন-কম্বল বিতরণ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাই মেশিন-কম্বল বিতরণ
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাই মেশিন কম্বল বিতরণ


কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


 

কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে নিখোঁজ সাত জেলে পরিবারের সদস্যদের একটি করে সেলাই মেশিন ও একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে লালুয়া ইউনিয়ন পরিষদে এসব উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসসহ পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

বুলবুল ঝড়ে লালুয়ার চান্দুপাড়া গ্রামের জেলে সেরাজুল, আলমাছ সরদার, আলমাছ হাওলাদার, সোহেল শরীফ, কাওছার খান, মুনছুর হাওলাদার ও নয়া প্যাদা সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়। এরা বুলবুল ঝড়ের দুই দিন আগে বাড়ি থেকে সাগরে যাত্রা করেন। ১০ নবেম্বরের পর থেকে আজ অবধি নিখোঁজ রয়েছে। এরা সবাই এফবি হাসান ট্রলারে মাছ শিকার করছিল। নিখোঁজ জেলে সেরাজুলের কিশোরী বধূ শিরিনা জানায়, মাত্র প্রায় ১১মাস আগে তার বিয়ে হয়েছে। এখন সে ছয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে অবস্থান করছেন। প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন। ভ্যানচালক বাবা রাজ্জাক হাওলাদার যা আয়-রোজগার করেন তা দিয়ে দু’বেলা ভাত জোটেনা। তার ওপর এখন শিরিনাকে নিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন।

 নিখোঁজ নয়া প্যাদার স্ত্রী শাহনাজ বেগম মাত্র ২৪দিন বয়সী নবজাতক কোলে নিয়ে সেলাই মেশিন নিতে এসেছেন। জানালেন, আরেক সন্তান আট বছরের জাহিদকে নিয়ে দু’চোখে অন্ধকার দেখছেন। একইভাবে নিখোঁজ স্বামীদের স্ত্রী নাসরিন, জুলিয়া, নাসিমা সকলে জানালেন তাদের অসহায়ত্বের কথা। তবে সবাই এখনও স্বামীর খোঁজ পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব অসহায় জেলেবধূদের চোখের জল ঝরছিল। সন্তান-সন্তুতি নিয়ে বেচে থাকার জন্য সরকারের সহায়তা কামনা করলেন।

 

 

এমইউএম/এমআর

 

 

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৩ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ