নতুন বছরকে ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড়

প্রথম পাতা » কুয়াকাটা » নতুন বছরকে ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড়
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯


নতুন বছরকে ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড়


কুয়াকাটা (কলাপাড়া) সাগরকন্যা অফিস॥

 

 

২০১৯, পুরনো বছরকে বিদায় এবং ২০২০, নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় ভিড় করেছে শত শত পর্যটক-দর্শনার্থী। বছরের শেষ সূর্যাস্ত দেখে যেমনটি বাই বাই জানাবেন তেমনি বুধবার প্রত্যুষে নতুন বছরকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরন করবেন। ক্যালেন্ডার থেকে হারিয়ে যাওয়া বছরের পুরনোকে বিদায় এবং নতুনকে বরনের যেন উৎসবে মেতেছেন কুয়াকাটায় আগতরা।

 মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটার পর থেকে কুয়াকাটা সৈকতের শূণ্যপয়েন্ট থেকে এক বর্গকিলোমিটার এলাকা রয়েছে দর্শনার্থী ও পর্যটকে পরিপূর্ণ। থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন নেই এবছরে। তবে ইলিশ পার্ক রিসোর্ট সেন্টারে রয়েছে ঘরোয়া আয়োজন। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঘটনাবহুল ২০২০ সাল। বিশেষ করে হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীর বছর এটি। এ উপলক্ষ্যে নতুন প্রজন্মের মধ্যে বছরকে ঘিরে বিরাজ করছে এক অনাবিল সুখের আকাঙ্খা। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে জানুয়ারি মাস ঘিরে। কুয়াকাটার বহু আবাসিক হোটেল ভবন, কলাপাড়া পৌরসভা ভবন, কলাপাড়া প্রেসক্লাব ভবনে করা হয়েছে আলোকসজ্জ্বা। তবে কুয়াকাটা হোটেল-মোটেল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, এবছর কাঙ্খিত পর্যটকের আগমন ঘটেনি। তারপরও কুয়াকাটা ছাড়াও পায়রা বন্দর এবং পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকায় থার্টি ফাস্ট নাইটকে ঘিরে বিদেশী শ্রমিকদের রয়েছে বিশেষ অনুষ্ঠান। তবে থার্টি ফাস্ট নাইটকে ঘিরে কুয়াকাটা কলাপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

এমইউএম/এমআর

 

 

বাংলাদেশ সময়: ২০:০৩:৩৫ ● ৫৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ