বাউফলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯


বাউফলে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে কে সংর্বধনা দেয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সারে ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানর আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, মুক্তিযোদ্ধা আবদুল বারেক হাওলাদার প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কলেজ, মাদ্রসা, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় এবং স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইউসুফ হাওলাদার, আবুল কালাম খান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা, সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু এবং সাংবাদিক অতুল চন্দ্র পাল, জীতেন্দ্র নাথ রায় প্রমূখ।
বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, বাউফলের সর্বস্তরের মানুষের সাথে মিলে মিসে সরকারের গৃহীত কর্মসূচীগুলো বাস্তাবায়নের চেষ্টা করেছি। এ কাজে মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সার্বিক সহযোগিতা ছিল প্রশংসনীয়। আশা করি নতুন ইউএনও কেও সার্বিক সহযোগিতা করে বাউফলের উন্নয়ন অব্যহত রাখবেন।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:১৬ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ