তালতলীতে দুই প্রেমিক যুগলের একই সাথে বিষপান

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে দুই প্রেমিক যুগলের একই সাথে বিষপান
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯


তালতলীতে দুই প্রেমিক যুগলের একই সাথে বিষপান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনা তালতলীতে দুই পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই প্রেমিক যুগল একই সাথে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার জাহাঙ্গীর আলমের  ছেলে একাদশ শ্রেণীর ছাত্র আবুল কাশেম (১৫) লালুপাড়া গ্রামের নান্না মিয়ার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নাদিরার (১৪) সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল । এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু  কোন পরিবারই তাদের বিয়ে দিতে রাজি হয়নি। শুক্রবার রাতে কাশেম প্রেমিকা নাদিরার বাড়িতে বিষের বোতল নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে নাদিরার পরিবার রাজি হয়নি। পরে ঘটনাস্থলেই কাশেম ও নাদিরা একই সঙ্গে বিষ পান করেন। পরে তাদের দুইজনকে স্বজনরা উদ্ধার করে  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাশেমের অবস্থা সংকটাপন্ন হলে তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কাশেমের বোন শাহনাজ পারভীন বলেন, নাদিরার সাথে আমার ভাইর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে।এই সম্পর্ক  দুই পরিববারের কেউ মেনে নেয়নি। পরে দুইজনেরই একাত্রে ঘটনা দিন  বিষ পান করেছে। তাদের দুইজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । তবে আমার ভাইর অবস্থা আশঙ্কাজনক।
নাদিরার ভগ্নিপতি সাবেক ইউপি সদস্য শাহজালাল জানান, দু’জনেরই চিকিৎসা চলছে। সুস্থ্য হলে পারিবারিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, প্রেমিক কাশেমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে এবং প্রেমিকা নাদিরার এখানেই চিকিৎসা চলছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:২০ ● ৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ