কলাপাড়ায় প্রচন্ড শীতে থমকে গেছে জনজীবন

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় প্রচন্ড শীতে থমকে গেছে জনজীবন
শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় প্রচন্ড শীতে থমকে গেছে জনজীবন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

সাগরপারের কলাপাড়ায় প্রচন্ড শীতে জনজীবন থমকে গেছে। প্রচন্ড শীতের কারণে কুয়াকাটায় পর্যটক উপস্থিতি আশঙ্কাজনকহারে কমে গেছে। অন্তত অর্ধেক পর্যটক তাদের বুকিং বাতিল করেছে। শুক্রবার দিনভর বৃষ্টির পরে হিম শীতল বাতাসে কনকনে শীতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  শনিবার দিনভর মেঘলা আকাশ। কুয়াশায় ঢাকা। তার উপরে মৃদু শৈত্যপ্রবাহে মানুষ কাহিল হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে। পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হোটেল-মোটেল আগাম বুকড থাকলেও তার অর্ধেক বাতিল হয়ে গেছে। আগতরা তাদের ভ্রমনসূচি বাতিল করেছেন। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, প্রচন্ড শীতের কারণে তার গেস্ট হাউসের অন্তত ২৫ পর্যটক বুকিং বাতিল করেছে।  আধুনিক হোটেল খান প্যালেস এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান, প্রচন্ড শীতের কারনে ২৯ কক্ষের বুকিং ছিল। তার ১০টির বুকিং বাতিল হয়েছে। সিকদার রিসোর্ট এর হিসাব রক্ষক মো. শাহীন মিয়া জানালেন, এক তৃতীয়াংশ কক্ষের বুকিং নেই। এখন বছরের শেষ সময় এবং নতুন বছর উদযাপনকে ঘিরে বরাবরের মতো শতভাগ বুকিং থাকার কথা সেখানে সব বলতে গেলে খাঁ খাঁ করছে। পর্যটকের যেন আকাল পড়েছে।  হঠাৎ করে শুক্রবার সকাল থেকে শীতের প্রকোপ এড়াতে পর্যটকরা কুয়াকাটা ছাড়তে থাকে। অধিকাংশ হোটেল-মোটেল খালি হয়ে গেছে। হোটেল বুকিং বাতিলের হিড়িক পড়েছে। শনিবার শেষ বিকেলে স্থানীয় লোকজনসহ কিছু পর্যটককে কুয়াকাটা সৈকতে কিছুক্ষণের জন্য ঘুরতে দেখা গেছে। প্রচন্ড শীতের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় সন্ধ্যার সঙ্গে সঙ্গে। সবজি চাষীরা বৃষ্টির কারণে বিপদের শঙ্কায় পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেড়িবাঁধের বাইরেসহ বিভিন্ন আবাসনে বসবাস করা দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছে। অন্তত ছয় হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরনের জন্য সব ক’টি ইউনিয়নের চেয়ারম্যানকে কম্বল প্রদান করা হয়েছে।  প্রচন্ড শীতের কারণে গ্রাম কিংবা শহর কোন মানুষ অত্যাবশ্যকীয় কর্ম ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। তবে লিকার চায়ের দোকানে শীতার্ত মানুষে ভিড় রয়েছে লক্ষনীয়।

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০০:৩০ ● ২৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ