চরফ্যাশনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

আর নয় থোকাবাঁজি এবার চাই স্বচ্ছ ক্লিন ইমেজের প্রার্থী। এমন শ্লোগান নিয়ে নুরাবাদ ইউপি নির্বাচনের ক্লিন ইমেজ আনারস মার্কার প্রার্থী আনোয়ারের গনজোয়ার বইছে।
বুধবার রাত সাড়ে ৭টায় নুরাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড গহড় আলী পন্ডিত বাড়ির উঠান বৈঠকে নারী-পুরুষ ভোটাদের এই গনজোয়ার দেখা গেছে। আনারসের বিজয় এখন শুধূ সময়ের ব্যাপার বলে স্থানীয় ভোটারেরা মনে করেন। এছাড়াও নুরাবাদ ঘুরে জানা যায়, বিগতদিন প্রার্থীরা ভোটারদেরকে থোকাদিয়ে বোকা বানিয়ে ভোট নিয়ে নিজের ইচ্ছে পুরুন করেছে। এলাকা গাঁজা-ইয়াবার আড্ডাখানা পরিণত করেছে। যারা নিজেরা অপরাধের সাথে জড়িত তারা যদি হন প্রার্থী জনপ্রতিনিধি তাহলে সমাজ ভোটারেরা তার দ্বারা কি আশা করতে পারে। তাই এবার ভোটারেরা স্বচ্ছ ক্লিন ইমেজের একজন ভাল মনের মানুষ আনোয়ার হোসেনের আনারস মার্কায় ভোট দিয়ে বিজয় করার আশা পোষণ করছেন।
ভোটার রাকিবুল হাসান বলেছেন, ব্যক্তি হিসেবে আনোয়ার হোসেন একজন যোগ্য দক্ষ এবং সৎ ব্যক্তি। প্রতিদ্বন্ধী প্রার্থী নৌকার মোস্তাফিজুর রহমান আনারসের গনজোয়ার দেখে হুমকি-ধামকি দিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে। ভোট প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, টানা সাড়ে ৮বছর আমার প্রতিদ্বন্ধী প্রার্থী এই এলাকার চেয়ারম্যান ছিলেন। জনগনকে হুমকি দিয়ে ভোট আদায় করার তো তার লাগেনা। নিজে ভাল হলে জগত ভাল হয়। আগে নিজে ভাল হতে হবে। আমি জনগনের ভোটে নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে কাজ করার আশা করছি। এলাকা থেকে গাঁজা-ইয়াবাসহ অপরাধীদেরকে বিতারিত করব। সুন্দর সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি। বিপুল ভোটের ব্যবধানে জনগন আমাকে(আনারস মার্কা)বিজয় করবে ইনসাল্লাহ।
উল্লেখ স্বতন্ত্র প্রার্থী(আনারস মার্কার) আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:৫৮ ● ৭৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ