কলাপাড়া হাসপাতালে ফের সিজারিয়ান চালু

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়া হাসপাতালে ফের সিজারিয়ান চালু
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০১৯


কলাপাড়া হাসপাতালে ফের সিজারিয়ান চালু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পরে ফের কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান চালু হয়েছে। এনেস্থিসিয়ার চিকিৎসক না থাকায় প্রসূতিদের ভোগান্তির অন্ত ছিল না। অতি সম্প্রতি একজন চিকিৎসক যোগদান করায় বুধবার রাতে খুকুমনি নামের এ গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের মধ্য দিয়ে ফের হাসপাতালটিতে প্রাণ ফিরে এসেছে। প্রসূতিদের প্রাইভেট ক্লিনিক কিংবা পটুয়াখালী বরিশাল গিয়ে সিজারিয়ান করার ঝুকিপুর্ণ শঙ্কা কেটে গেছে।
সাগরপারের জনপদ কলাপাড়ায় সাড়ে পাঁচটি বছর হাজারো প্রসূতি মায়েদের ভোগান্তির শেষ ছিল না। যে শঙ্কা এখন কেটে গেল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, এনেস্থিসিয়ার চিকিৎসক শাহীন হাওলাদার যোগদান করায় ফের কলাপাড়া হাসপাতালের জরুরি প্রসূতি সেবার পুর্নাঙ্গ কার্যক্রম সচল হলো। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলিন জানান, ২০১৫ সালে এ হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি বন্ধ হয়ে যায়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩৪ ● ৭৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ