কলাপাড়ায় মাদক সন্ত্রাস বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় মাদক সন্ত্রাস বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় মাদক সন্ত্রাস বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মাদক,সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কলাপাড়ায় পুলিশের আয়োজনে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) শেষ বিকেলে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠের এ সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি বরিশাল মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটার মেয়র আব্দুল বারেক মোল্লা, কমিউনিটি পুলিশিং কলাপাড়ার সভাপতি আবদুল মোতালেব তালুকদার, পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা কলাপাড়ায় মাকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাগরপারের জনপদ কলাপাড়া-কুয়াকাটাকে মাকমুক্ত জনপদে গড়ে তোলার জন্য ডিআইজি শফিকুল ইসলাম পুলিশকে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি সচেতন জনগণকে মাদক বিরোধী সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা অনেকে এসময় মাদকের নৌরুট বন্ধের দাবি জানান। কুয়াকাটাগামী মহাসড়কের কলাপাড়ায় শেখ কামাল সেতুর সংযোগ সড়ক থেকে ফোরলেন পর্যন্ত পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:২৫ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ