প্রথম পাতা » ভোলা »
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় প্রধানমন্ত্রীর উচ্ছেদ অভিযানের অংশ বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছেন পানি উন্নয়ন বোড ডিভিশন-২।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন বাজারের জনতা রোর্ড পূর্বমাথা লঞ্চঘাট খালটি দখল করে গড়ে উঠে ৫তলা বিশিষ্ট্য বিল্ডিংসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগত বন্ধু মন্ডল। ভোলা ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, এসডি মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ওই সময় উপস্থিত ছিলেন।
উচ্ছেদে পৌরসভা ৪নম্বর ওয়ার্ড সাবেক লঞ্চঘাট খালের দু’পাশে মুদি, চায়ের দোকান,ওষুধ ফার্মেসী, ফলের দোকান,লন্ডি, কাঁচা বাজারের দোকান ও বসতীঘরসহ প্রায় ২০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড দুই মাস পূর্বে থেকেই মৌখিকভাবে এসকল স্থানপনার মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। সর্ব শেষ রবিবার এই অভিযান চলে। মানুষ যার যার আসবাপত্রসহ মালমাল সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। উৎসুক জনতা দেখতে ভিড় জমাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের এসডি মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যহত থাকবে। প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক চরফ্যাশন, মনপুরা, তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খালের উপর অবৈধ স্থাপনা গুলো গুড়িয়ে দেয়া হবে। যাতে সরকার খালগুলো পুনঃ মেরামত করতে পারে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪২ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ