দশমিনায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব
রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯


দশমিনায় ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব হয়ে পড়েছে জনজীবন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী ও দরিদ্র মানুষকে। এ ছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। তীব্র শীতে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে গ্রামীণ জনপদে। হঠাৎই শীতের তীব্রতা বাড়ায় বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ। নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, টনসিলাসাইটিস, সাইনোসাইটিস ছাড়া ও সর্দি, জ্বর, কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দক্ষিণ সুনামগঞ্জের মানুষ। ফলে দুর্ভোগে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা হাসপাতালে রোগীদের উপচেপড়া ভিড়। আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসা নিতে ছুটে আসা রোগীদের চিকিৎসা দিতে কাজ করছেন এসব চিকিৎসালয়ের কর্তব্যরত ডাক্তাররা।
এ ব্যাপারে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান বলেন, ‘শীতের প্রকোপে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এসব রোগীদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। আমরা সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
ঔষধের সংকট রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি এ প্রতিবেদককে জানান, ‘এ পর্যন্ত মোটামুটি ঔষধের পর্যাপ্ততা রয়েছে। তবে যেহেতু বছরের শেষ প্রায় তাই স্বাভাবিকভাবেই ঔষধের কিছুটা ঘাটতি থেকেই যায়। আমাদের ঔষধের চাহিদাপত্র অনুযায়ী ঔষধ পেলে এ ঘাটতি ও থাকবে না।’

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৩৮ ● ৮০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ