বাউফলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯


বাউফলে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাউফলে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে বাণিজ্যি কেন্দ্র কালাইয়া বন্দরের হাইস্কুল সংলগ্ন মাঠের পাশে স্থানীয় চেয়ারম্যান ও কালাইয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এস.এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দোকার মোস্তাফিজুর রহমান বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা বলেন, পুলিশের একার পক্ষে সামাজিক অপরাধ কমিয়ে আনা সম্ভব নয়। মাদক, বাল্য বিয়ে ইভটিজিং ইত্যাদি সামাজিক অপরাধগুলো প্রতিরোধে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজকে মাদক মুক্ত করতে আমরা পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর। পুলিশের সেবা আপনাদের দুয়ারে পৌঁছে দিতে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আপনারা আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন, আমরা আপনাদের সেবা দিবো। তিনি আরো বলেন, পিতা মাতা যদি সচেতন না হয় তাহলে চেয়ারম্যান মেম্বার আর পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব না। আপনার সন্তান কি করে? কার সাথে মিশে? কোথায় যায়? সেদিকে খেয়াল রাখুন। অস্বাভাবিক কিছু চোখে পড়লে আমাদের জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়ার সাংবাদিক অতুল চন্দ্র পাল, বিট অফিসার এস.আই আশিকুর রহমান, ইউপি সদস্য ফরকরুল ইসলাম ফোরকান, মো: ফিরোজ আলম হাওলাদার ও কামাল মৃধা। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ চৌকিদার, দফাদার এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৯ ● ৭৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ