পায়রায় ইঞ্জিনে জড়িয়ে মিস্ত্রি শহীদ হাওলাদার নিহত

প্রথম পাতা » বিবিধ » পায়রায় ইঞ্জিনে জড়িয়ে মিস্ত্রি শহীদ হাওলাদার নিহত
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯


পায়রায় ইঞ্জিনে জড়িয়ে মিস্ত্রি শহীদ হাওলাদার নিহত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ফেরি চালানো এমএল মহানগর লঞ্চের ইঞ্জিন মিস্ত্রী শহীদ হাওলাদার (৪১) ইঞ্জিনে কাপড় পেচিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে সিমেন্টবাহী বার্জ নিয়ে যাওয়ার সময় পায়রা বন্দর সংলগ্ন নদীতে দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এসআই শওকত জাহান জানান, লঞ্চের ইঞ্জিন চালুর সময় কাপড়ে পেচিয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা গেছে শহীদ। নিহতের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া গ্রামে। কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ আরও জানায়, লঞ্চটি দীর্ঘদিন সিমেন্টের গাড়ি বোঝাই ফেরি (বার্জ) চালানোর কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:০২:৫২ ● ২৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ