কাউখালীতে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে সার ও বীজ বিতরণ
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০১৯


কাউখালীতে সার ও বীজ বিতরণ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোছা. খালেদা খাতুন রেখার’র সভাপতিত্বে বুহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলা  কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  আবু সাঈদ মিঞা মনু।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.মনিরুজ্জামান প্রমুখ।

এ বছর কাউখালী উপজেলায় রবি/২০১৯-২০ মৌসুমে ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা,সূর্যমূখী শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসুচির আওতায় ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৪২ ● ৪৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ