কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৮হাজার  টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক  সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর মিজান বেকারীকে ৪০হাজার টাকা,নিপা বেকারীকে ৬হাজার টাকা এবং বিসমিল্লাহ বেকারীকে ২হাজার টাকা জরিমান করা হয়। অভিযানে কাউখালী থানার এসআই ছরোয়ার হোসেন এবং বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৩ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ