আমদানি বেড়েছে ভোজ্যতেল-ডাল-দুধ-মসলার, কমেছে চাল-চিনি

প্রথম পাতা » সর্বশেষ » আমদানি বেড়েছে ভোজ্যতেল-ডাল-দুধ-মসলার, কমেছে চাল-চিনি
বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৯


আমদানি বেড়েছে ভোজ্যতেল-ডাল-দুধ-মসলার, কমেছে চাল-চিনি

ঢাকা সাগরকন্যা অফিস॥

বাংলাদেশে বিভিন্ন নিত্য পণ্যের চাহিদা ও আমদানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোজ্যতেলের আমদানিও বাড়ছে। পাশাপাশি গুঁড়াদুধ, মসলা ও ডালের আমদানি বেড়েছে বেশ খানিকটা এবং ইরি মৌসুমের চাষাবাদের জন্য সার আমদানিও বেড়েছে। অন্যদিকে, বিদেশ থেকে চাল-গমসহ অন্যান্য ভোগ্যপণ্যের আমদানি অনেকটা কমে এসেছে। আমদানি কমার তালিকায় চিনিও রয়েছে। আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতি অনুকূলে থাকলে তা চাল ও অন্যান্য খাদ্যপণ্যের আমদানি কমাতে সহায়ক হবে। কাস্টমসের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের করা প্রতিবেদনের তথ্যমতে, চলতি ২০১৮-১৯ অথর্বছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) চাল আমদানির পেছনে ব্যয় করা হয়েছে প্রায় ৬০ কোটি ডলার, যা গত অথর্বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ কম। ২০১৭-১৮ অথর্বছরের শেষ দিকে বন্যা ও রোগের আক্রমণে ফসলহানি ঘটায় চালের আমদানি বেড়েছিল। তবে চলতি অথর্বছরে আমন মৌসুমে ভালো ফলন হওয়ায় চালের উৎপাদন বেড়েছে, যে কারণে আমদানি কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই সময়ে গম আমদানিও কমেছে। চলতি অথর্বছরের প্রথম পাঁচ মাসে ছয় কোটি ৫০ লাখ ডলারের গম আমদানি হয়েছে, যা এর আগের অথর্বছরের একই সময়ের তুলনায় ৯২ শতাংশ কম। এ ছাড়া ভোগ্যপণ্যের মধ্যে চিনি ও ভোজ্যতেল আমদানি কমেছে। আলোচ্য পাঁচ মাসে চিনি আমদানিতে ব্যয় হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ডলার, যা এর আগের অথর্বছরের একই সময়ে ছিল ৫৬ কোটি ২৫ লাখ ডলার। সে হিসেবে আমদানি কমেছে ৫৮ শতাংশেরও বেশি। ভোজ্যতেলের আমদানি কমেছে দুই দশমিক ২৯ শতাংশ। অথর্বছরের প্রথম পাঁচ মাসে ৭৫ কোটি ডলারের ভোজ্যতেল আমদানি করেছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। বিগত অথর্বছরের একই সময়ে ভোজ্যতেল আমদানির আথির্ক পরিমাণ ছিল ৭৭ কোটি ডলার।
তবে ডালের আমদানি বেড়েছে ১৪ শতাংশ। ডাল আমদানিতে ব্যয় হয়েছে সাড়ে ১২ কোটি ডলার। মসলা আমদানিতে ব্যয় হয়েছে আরও বেশি, ১৪ কোটি ডলার। আমদানি বৃদ্ধির হার ১৬ শতাংশ। গুঁড়াদুধ ও মাখনজাতীয় পণ্য আমদানি বেড়েছে ১২ শতাংশ। সার আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। চলতি অথর্বছরের প্রথম পাঁচ মাসে সার আমদানিতে ব্যয় হয়েছে ৭০ কোটি ডলার। আগের অথর্বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৯ কোটি ডলার। সম্প্রতি বাংলাদেশ কেমিক্যাল করপোরেশনের চাহিদা অনুযায়ী আরও দেড় লাখ টন সার আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে ব্যাংকগুলোতে।
এদিকে, ২০১৮ সালে ভোজ্যতেল আমদানির মোট পরিমাণ ছিলো ২৯ লাখ টন। বার্ষিক ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে এই পরিমাণ ছিলো এযাবৎ কালের সর্বোচ্চ আমদানি এবং ২০১৭ সালের মোট আমদানির চেয়ে ১০ শতাংশ বেশী। ২০১৭ সালে ২৬ লাখ টনের কিছু বেশি ভোজ্যতেল আমদানি হয়েছিলো। আন্তর্জাতিক বাজারে প্রধান দুই ভোজ্যতেল, তথা সয়াবিন তেল এবং পাম তেলের প্রতিযোগিতামূলক মূল্য এবং একই সঙ্গে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন ভোজ্যতেল আমদানি বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে। অতীতের মতোই, ২০১৮ সালের পুরো সময়টা, বাংলাদেশের বাজারে পাম তেলের আধিপত্য বজায় ছিল। ঐ বছরে বাংলাদেশে পামতেল ও পামতেল জাত পণ্যের মোট আমদানি ছিলো ১৭ লাখ ২০ হাজার টন, যা ২০১৭ সালের আমদানির চেয়ে ১৭দশমিক ৪০ শতাংশ বেশি।
অন্যান্য শিল্প কাঁচামালের আমদানিও বেড়েছে। দেশে পদ্মা সেতু, অষ্টম চীন মৈত্রী সেতু, মেট্রোরেলসহ বেশকিছু প্রকল্পের কাজ পুরোদমে শুরু হওয়ায় সিমেন্ট তৈরির কাঁচামাল ‘ক্লিংকার’ আমদানি বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। জ¦ালানি আমদানি বেড়েছে ৫০ শতাংশের বেশি। রাসায়নিক আমদানি বেড়েছে ১১ শতাংশ।
কাপড়, জুতার রংসহ অন্যান্য কাঁচামালের আমদানি বেড়েছে ১৮ শতাংশ। প্লাস্টিক ও রাবারজাত পণ্যের কাঁচামালের আমদানি বেড়েছে ১৬ শতাংশ। সুতা আমদানি বেড়েছে ২২ শতাংশ। স্ট্যাপল ফাইবারের আমদানি বেড়েছে ১৬ শতাংশ। লোহা, ইস্পাত ও অন্যান্য মৌলধাতুর আমদানি বেড়েছে ১৫ শতাংশ। বস্ত্র উৎপাদনের কাঁচামালের আমদানি বেড়েছে প্রায় ১৩ শতাংশ। কাঁচা তুলার আমদানি বেড়েছে প্রায় ৯ শতাংশ।
অথের্র দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যয় হয়েছে শিল্প কাঁচামালের আমদানিতে। এ খাতের আমদানির পেছনে ব্যয় হয়েছে এক হাজার ৪৪৫ কোটি ডলার। মূলধনী পণ্য আমদানির পেছনে ব্যয় হয়েছে ৭০০ কোটি ডলার। সব মিলিয়ে চলতি অথর্বছরের প্রথম পাঁচ মাসে আমদানির পেছনে দেশের ব্যয় হয়েছে দুই হাজার ৫৩৩ কোটি ডলার, যা এর আগের অথর্বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক ৬৪ শতাংশ বেশি।
তবে মূলধনী যন্ত্রপাতির আমদানি সেভাবে বাড়েনি। বিগত বছর এই সময়ে যেখানে ২৬ শতাংশের বেশি আমদানি প্রবৃদ্ধি ছিল, এবার সেখানে আমদানি প্রবৃদ্ধি ১১ শতাংশের কিছু বেশি। তবে ওষুধ শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ায় কাঁচামাল আমদানি কমেছে প্রায় সাত শতাংশ। এ ছাড়া বিবিধ আমদানি প্রায় ১০ শতাংশ কমেছে। ব্যাংক কমর্কতার্রা বলছেন, বিবিধ আমদানি কমা ভালো। এমন পণ্যের কেন আমদানি বাড়বে, যা কোনো নিদির্ষ্ট খাতের নয়। এ নিয়ে সংশয় থেকে যায়। বিগত কোনো কোনো বছরে বিভিন্ন শ্রেণিভিত্তিক পণ্যের তুলনায় বিবিধ পণ্যের আমদানি বেশি হয়েছে বলে জানা গেছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৭:১৩ ● ১৭০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ