চরফ্যাশনে ৪ লাখ মিটার জাল আটক

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ৪ লাখ মিটার জাল আটক
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে ৪ লাখ মিটার জাল আটক

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের আউট পোষ্ট চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো.আলমগীর হোসেন এর নেতৃত্বে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনার, চরপিয়াল, খেজুর গাছিয়া, কুকরী মুকরি, মাইনুদ্দিনের ঘাট, চরহাছিনা, আট কপাট ও  পাচকপাট এলাকায়  অভিযান চালিয়ে ৪লাখ মিটার জাল আটক করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা  খেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জাল গুলো আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ২লাখ মিটার চরখেয়া জাল ও ২ লাখ মিটার কারেন্ট জাল যার মূল্য আনুমানিক মুল্য ১ কোটি ৪০ লাখ টাকা। জালগুলো প্রকাশ্যে প্রশাসন সংবাদকর্মীর উপস্থিতিতে আগুন দিযে পুড়িয়ে দেয়া হয়। বিষয়টি চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আলমগী র হোসেন তার সদস্য দের  নিয়ে দিন রাত সরকারি কাজ করে থাকেন। নদীতে এখন আর জাটকা ও বিহুন্দিজান থাকবেনা বলেও ঘোষণা করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:২৪ ● ৪০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ