আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
আসন্ন আমতলী পৌরসভা নির্বাচন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র মোঃ মতিয়ার রহমান আমতলীতে আগমন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও পৌরবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। পৌর শহরের আবদুল্লাহ মার্কেটে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। ফুলেল শুভেচ্ছায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
আমতলী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বাছাই উপলক্ষে ২২ জানুয়ারি উপজেলা ও পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের মধ্যে কন্ঠ ভোটে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানকে অধিকাংশ সদস্য সমর্থণ করেন। উপজেলা আওয়ামীলীগ বরগুনা জেলা আওয়ামীলীগের কাছে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ মতিয়ার রহমানসহ তিন জনের নাম প্রস্তাব করেন। বরগুনা জেলা আওয়ামীলীগ মোঃ মতিয়ার রহমানের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কার্যালয় প্রেরণ করেন। কেন্দ্রিয় মনোনয়ন বাছাই বোর্ড আমতলী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হিসেবে মেয়র মোঃ মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। মেয়র মতিয়ার রহমানের চূড়ান্ত মনোনয়নের খবরে আমতলী পৌর শহরে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও পৌরবাসীর পক্ষ থেকে আবদুল্লাহ মার্কেটে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
এ ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, কেন্ত্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, শহীদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, একেএম নুরুল হক তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ মোঃ নুরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, চাওড়া ইউপি সভাপতি মোঃ আহুরুজ্জামান আলমাস খান, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্যানেল মেয়র জিএম মুছা, ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ফুলেল শুভেচ্ছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগ যুবলীগ, বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
এইচএকে/এনইউবি