কলাপাড়ায় নারী সন্ত্রাসীর বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় নারী সন্ত্রাসীর বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় নারী সন্ত্রাসীর বিচার  দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

কলাপাড়া (প্রতিনিধি) সাগরকন্যা অফিস॥

 

কলাপাড়ায় চরচান্দুপাড়া গ্রামের মানুষ ভুগছে মিথ্যা মামলা আতঙ্কে। তারা স্থানীয় এক নারীকে এ ঘটনার জন্য দায়ী করছেন।  সোমবার শেষ বিকালে গ্রামের মানুষ ওই নারীর বিচার চাইতে মানববন্ধন করেছেন। তারা জানান, এ মহিলা সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। কেউ তার কৃত কর্মের প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রাণির ভয় দেখানো হয়। অতিসম্প্রতি এ নারী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মারধর করেছে। এলাকার ছান্টু গাজী, সুলতান হাওলাদারসহ শতাধিক ব্যক্তি এ নারীর অত্যাচার থেকে রেহাই পেতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ওখানকার জেলেরা এখন এ নারীকে নিয়ে আছেন আতঙ্কের মধ্যে।  স্থানীয়রা জানান, নারী হওয়ায় তারা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েও কাঙ্খিত প্রতিকার পাচ্ছেন না। ইতোপুর্বে ইউপি চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী। সবশেষ বাধ্য হয়ে শত শত মানুষ মানববন্ধন প্রতিবাদ করেছেন।

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩১ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ