কাউখালীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯


কাউখালীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য ঢল নেমেছে ক্রেতাদের। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সহকারি কমিশনার(ভুমি) রফিকুল হক এর  উপস্থিতি এ পেঁয়াজ বিক্রি করা শুরু হয়।
কাউখালীর পুরাতন আদালত ভবনের সামনে লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। এ দিন সকাল থেকে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য।
তুরস্ক থেকে আমদানীকৃত মোটা সাইজের ‘আপেল’ নামের এ পেঁয়াজ কিনতে হুমড়ি হয়ে পড়েন ক্রেতারা। ক্রেতারদের সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। তবে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।
টিসিবির পেঁয়াজ কিনতে মোফাজ্জেল হোসেন জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা বলেন, টিসিবির ডিলারের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুই কেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৫:০২ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ