টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ
বুধবার ● ১১ ডিসেম্বর ২০১৯


টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জীবনের জয়গান” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে গার্লস ব্যাটেলিয়ান গঠনের লক্ষ্যে বাই-সাইকেল বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক  শাহিদা সুলতানা।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পাটগাতী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার  চারটি বিদ্যালয়ের ২০ জন ছাত্রীদের মাঝে ২০টি বাই-সাইকেল  বিতরণ করা হয়।
বাই-সাইকেল পাওয়া ছাত্রীরা বলেন, বাই-সাইকেল পেয়ে আমরা আনন্দিত। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় নির্দিষ্ট সময়ে আমরা শ্রেনী কক্ষে উপস্থিত হতে পারতাম না। কিন্তু এখন বাইসাইকেল পাওয়ায় আমরা সঠিক সময়েই বিদ্যালয়ে পৌঁছাতে পারবো। আমাদেরকে বাইসাইকেল  প্রদান করায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক কে আন্তরিক ধন্যবাদ ও জানান ছাত্রীরা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও  নাকিব হাসান তরফদার, শেখ রাসেল দুঃস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মোরশেদা আক্তার, পাটগাতী  ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, ইউপি সদস্য ও কৃষকলীগ সম্পাদক আসলাম সর্দ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৪৪ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ