কলাপাড়ায় ধানেরমূল্য বৃদ্ধির দাবিতে কৃষকের বিক্ষোভ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় ধানেরমূল্য বৃদ্ধির দাবিতে কৃষকের বিক্ষোভ
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় ধানেরমূল্য বৃদ্ধির দাবিতে কৃষকের বিক্ষোভ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ধানেরমূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহওে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কৃষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির। স্মারকলিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপন, সার প্রয়োগ, কাট ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মন ধান।  বর্তমানে ধানের মন বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০টাকায়। ফলে ধান বিক্রি করে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পায় কৃষকরা। এ কারনে কৃষক দিন দিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। কৃষকদের দাবি প্রতি মন ধানের দাম কম পক্ষে এক হাজার টাকা করা দরকার । এ ছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগসৃষ্টির আবেদন জানায়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৪০ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ