কলাপাড়ায় ৩শ’ পরিবারকে কেঁচো সার তৈরিতে সহায়তা প্রদান

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় ৩শ’ পরিবারকে কেঁচো সার তৈরিতে সহায়তা প্রদান
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় ৩শ’ পরিবারকে কেঁচো সার তৈরিতে সহায়তা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় কারিতাসের প্রয়াস প্রকল্পের উদ্যোগে তিন হাজার উপকারভোগী পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৮০০ পরিবারকে শাকসবজির চারা, ৩০০ পরিবারকে শস্য, ২০০ পরিবারকে হাঁস-মুরগির বাচ্চা, ১৫০ পরিবারকে বিকল্প জীবিকায়নের উপকরণ, ১৪০০ পরিবারকে কেঁচো সার তৈরির উপকরণ এবং ৩৫০ পরিবারকে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে লতাচাপলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা প্রমুখ। পরে উপকার ভোগীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:১৩ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ