কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ চুক্তি সম্পাদন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ চুক্তি সম্পাদন
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯


কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণাবেক্ষন চুক্তি সম্পাদন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর উপকূলীয় এলাকার পানি ব্যবস্থাপনা সচল রাখা, অবকাঠামো পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ে চুক্তি সম্পাদন হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর ) সকালে কলাপাড়ার কুয়াকাটায় একটি হোটেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণের সমন্বয়ে গঠিত পানি ব্যবস্থাপনা কমিটির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডে ব্লুগোল্ড প্রকল্পের পরিচালক মোঃ আমিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড সরকারের ফাস্ট সেক্রেটারী ফলকার্ট ডা জ্যাগার, ব্লু গোল্ড প্রকল্পের টিম লিডার গাই জোনস্। অনুষ্ঠানে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় জন প্রতিনিধি ও পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পানি প্রবাহ সচল রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য ও কৃষির উৎপাদন বাড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ব্লু গোল্ড নামে একটি প্রকল্প উপকূলীয় এলাকায় চলমান রয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০১:৩২ ● ১০৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ