বশেমুরবিপ্রবিতে তিন দফা দাবীতে কর্মচারীদের মানববন্ধন

প্রথম পাতা » ঢাকা » বশেমুরবিপ্রবিতে তিন দফা দাবীতে কর্মচারীদের মানববন্ধন
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯


বশেমুরবিপ্রবিতে তিন দফা দাবীতে কর্মচারীদের মানববন্ধন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥


৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরত কর্মচারীরা।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে তারা বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর তিন দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি দেন।

দাবীগুলি হলো, দৈনিক মজুরী ভিত্তিতে কর্মরতদের স্থায়ী নীতিমালা প্রণয়ন, চাকুরী স্থায়ী করণ ও বকেয়া বেতন প্রদান।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছে ১৭৬ জন কর্মচারী। এদের চাকুরীর নেই কোনে নীতিমালা। প্রায় ৪মাস ধরে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা কর্মচারীরা বেতন পাচ্ছেন না। এখন আমাদের চাকুরীর নিশ্চয়তাও নেই। কর্মরতদের অধিকাংশেরই সরকারি চাকুরীর বয়সসীমা পার হয়ে গেছে। বেতন বন্ধ হওয়ায় আমরা মানবেতর জীবন যাবন করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত যারা বেতন পাচ্ছেনা তাদের নিয়োগ আদেশ নেই। এতোদিন তারা সাদা কাগজে স্বাক্ষর করে বেতন নিচ্ছিলো। এটা আসলে আইনসিদ্ধ না। নিয়োগ আদেশ ছাড়া মাসের মাস বেতন দেয়া যায় না। তিনি আরোও বলেন, এ বিষয়ে করণীয় সম্পর্কে আমরা মন্ত্রণালয় ও ইউজিসিতে চিঠি লিখেছি। তারা কোনো সদুত্তর এখনো জানায়নি। আমি চলতি দ্বায়িত্বে আছি। নতুন ভিসি এসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ পর্যন্ত তাদের কষ্ট করে অপেক্ষা করতে হবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩৫ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ