গোপালগঞ্জে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ ডিসেম্বর

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ ডিসেম্বর
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯


গোপালগঞ্জে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ ডিসেম্বর

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

আগামী ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। এছাড়াও আগের দিন ১২ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান।

নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, প্রার্থী হওয়ার অধিকার দলের সকলের আছে। ইতোমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বরের সম্মেলনের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনকে শান্তিপূর্ণভাবে সফল করতে সবধরনের সাংগঠনিক প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে গোপালগঞ্জ পৌরপার্ক ময়দানে। এজন্য আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার আদলে মঞ্চ তৈরীর কাজ এগিয়ে চলেছে।

তারা আরও জানান, সম্মেলন উদ্ধোধন করবেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান, এমপি, যুগ্ম সাধারন-সম্পাদক আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও মহিবুল চৌধুরী নওফেল এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সাবেক ছাত্রনেতা এসএম কামাল প্রমুখ। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক।

সংবাদ-সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এহিয়া খালেদ সাদী ও দপ্তর সম্পাদক ইলিয়াস হক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, সম্মেলনকে সফল করতে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধসহ জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নির্মিত হচ্ছে বিভিন্ন ধরণের তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার ফেস্টুন। নেতা-কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক চলছে জেলা, উপজেলা ও শহর আওয়ামীলীগ নেতৃবৃন্দের।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪১:০৬ ● ৬০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ