আমতলীতে ব্যাতিক্রম ধরনের কৃষি প্রযুক্তি মেলা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ব্যাতিক্রম ধরনের কৃষি প্রযুক্তি মেলা
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯


আমতলীতে ব্যাতিক্রম ধরনের কৃষি প্রযুক্তি মেলা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান ডিগ্রী কলেজ মাঠে শনিবার (৭ ডিসেম্বর) এক ব্যাতিক্রম ধরনের ব্লুগোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। কৃষি মন্ত্রনালয় ও ব্লুগোল্ডের প্রোগ্রামের অর্থায়নে তিন দিন ব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল মুঈদ।

শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি কৃষকদের উদ্যোগে আয়োজিত পানি ব্যবস্থাপনা মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তি সস্প্রসারণ, বসত বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ, হাস-মুরগী পালনে উন্নত প্রযুক্তি ও পানি ব্যস্থাপানরা মাধ্যমে সমজাতিয় ফসলের চাষসহ  প্রযুক্তি মেলা মাঠের ১৮ টি স্টল পরিদর্শন করেন। পরে অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভা যোগ দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজকীয় নেদারল্যান্ডস দুতাবাস ফাস্ট সেক্রেটারী মি.ফলকার্ট দা জ্যাগার, ব্লু গোল্ট প্রোগ্রাম প্রকল্প সমন্বয়কারী পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল হোসেন, টিম লিডার মি গাই জোন্স, প্রকল্প পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিুবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি।

বক্তব্য রাখেন আমতলী কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপ-পরিচালক মোঃ মতিয়ূর রহমান, হৃদয়েশ্বর দত্ত, তাওফিকুল আলম, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম ও মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

প্রধান অতিথি ড. আবদুল মুঈদ তার বক্তব্যে বলেছেন কৃষকদের উদ্যোগে আয়োজিত স্টলই বলে দিচ্ছে আসলেই ডিজিটারের ছোয়া প্রত্যান্ত গ্রামাঞ্চলেও লেগেছে। কৃষকরা যেভাবে প্রযুক্তির মাধ্যমে পোল্ডার সম্প্রসারন করেছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন, সরকার কৃষি উন্নয়নে কাজ করছে। কৃষকরা যাবে কৃষিতে বিপ্লব ঘটাতে পারে সে জন্য সরকার বিভিন্ন ধরেন ভর্তুকি দিচ্ছেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৮ ● ৪৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ