গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯


গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ মুক্ত দিবস ৭ ডিসেম্বর। দিবসটি পালন উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধারা সদর উপজেলা পরিষদ-সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের গণ কবরে ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে ভারত প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সরকার স্বীকৃতি  দেয়ার পর চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের ক্রমাগত আক্রমণে শেষপর্যন্ত পাক-হানাদাররা গোপালগঞ্জ সদর থানা উপজেলা পরিষদ-সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টমেন্ট ছেড়ে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা দলে দলে বিভক্ত হয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে বয়ে যায় আনন্দ-উল্লাস। শহীদদের রক্ত আর বীর মুক্তিযোদ্ধাদের সাহসী যুদ্ধে অবশেষে শক্রমুক্ত হয় গোপালগঞ্জ। তাই এ দিনটি গোপালগঞ্জবাসীর কাছে চির স্মরণীয় হয়ে রয়েছে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪১ ● ৫১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ