চরফ্যাশনে ২০মন জাটকাসহ ট্র্রলার আটক

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ২০মন জাটকাসহ ট্র্রলার আটক
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে ২০মন জাটকাসহ ট্র্রলার আটক

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের তেতুলিয়া নদী থেকে ২০ মন জাটকা ইলিশসহ ট্রলার আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে আউট পোষ্ট চর-মানিকার বাংলাদেশ কোস্ট গার্ড কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন তেতুলিয়া ও বুড়োগৌঙ্গ নদীর উপশখালী এই অভিযান চালায়।
অনুমানিক মুল্য প্রায় ৮লাখ পচাত্তার হাজার টাকা, প্রায় ২০মন ঝাটকা ইলিশ যার আনুমানিক মূল্য প্রায় ৭লাখ টাকার মাছ  ও একটি নৌকা জেলে ট্রলার আকট করা হয়। মাছগুলো ১০টি এতিমখানাসহ অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মো.আলগীর হোসেন এই প্রতিবেদককে বলেন, অবৈধ কারেন্ট ও বেহেন্দী জাল দিয়ে নদী বা সাগর থেকে ঝাটকাসহ সকল ছোট মাছগুলো মেরে ফেলা হয়। এদের ব্যাপারে কোন ছাড় নেই।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৩ ● ৪০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ