গোপালগঞ্জে শিক্ষনবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন কার্যক্রম শুরু

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে শিক্ষনবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন কার্যক্রম শুরু
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯


গোপালগঞ্জে শিক্ষনবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন কার্যক্রম শুরু

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

জনগনকে বি আর টি এ’ র ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে, স্বল্প সময়ে আবেদন পত্র গ্রহণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন এবং উদ্বুদ্ধ করণ কার্যক্রম শুরু করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যপি গোপালগঞ্জের মুকসুদপর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও পরিষদ এর উদ্যোগে জনগনের দাড় গোড়ায় সেবা পৌছে দিতে এ ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  এতে একই স্থানে ফরম বিতরন, ডাক্তারি পরীক্ষা, সত্যায়িত করণ, ব্যাংক সেবা, আবেদন পত্র গ্রহণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাম্মাৎ তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেদন কারীদের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির হোসেন, সহকারী কমিশনার আসমত আলী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । মুকসুদপুর উপজেলার একটি পৌরসভা সহ ১৬টি ইউনিয়নের প্রায় দেড় হাজার  ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী শিক্ষানবিশের জন্য আবেদন করেন। গোপালগঞ্জ জেলা প্রশাসনের এ মহতি উদ্যোগের মধ্য দিয়ে জেলার সকল আবেদনকারীরা পর্যায় ক্রমে তাদের  ড্রাইভিং লাইসেন্স পাবেন বলে প্রত্যাশা করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:০১ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ