বানারীপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা
বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯


বানারীপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা

বানরীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও আভাস আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি এবং নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, বানারীপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকার, ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ুআভাস প্রতিনিধি এস.মিজানুল ইসলাম, আভাস প্রকল্প সমম্ময়কারী মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজর সজরুল ইসলাম প্রমূখ।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বিধান-২০১৮ এর বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। পরে একই স্থানে উপজেলা শিশু কল্যান বোর্ড এবং ভোক্তা অধিকার বিষয়ে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:২৩ ● ৫১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ