দশমিনায় ধান কাটা ও নবান্ন উৎসব পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ধান কাটা ও নবান্ন উৎসব পালিত
বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯


দশমিনায় ধান কাটা ও নবান্ন উৎসব পালিত

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯-২০২০সনের সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে মৌসুমী আমন ধান সংগ্রহের কার্যক্রমের উদ্ধোধন করা হয়। একই সাথে সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমন ধান কাটা ও  নবান্ন উৎসবও পালিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় কাটাখালী এলাকা থেকে কৃষককে সাথে নিয়ে ধানকাটা ও ধান উড়ানো হয়। পরে উপজেলা পরিষদ অডিটিরিয়ামে ধান ক্রয় ও সংস্ক্রিতিক অনুষ্ঠান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাষক মোঃ মতিউল ইসলাম চৌধুরি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজ মিয়া, ভাইস চেয়ারম্যন নাসির উদ্দিন পালোয়ান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে, জেলা উপ-পরিচালক হৃদয়েশ^র দত্ত, জেলা খাদ্য নিয়ান্ত্রক বি.এম. শফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরনাহার খান ডলি, উপজেলার সকল সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল আলম, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন, বহরমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ,স্থানীয় সাংবাদিক ও  কৃষকসহ গর্নমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধান চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করতে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ জন্য শুধু সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান জানান, দশমিনার ৭টি ইউনিয়নের লটারীর মাধ্যমে ১১শ”২০জন কৃষকের কাছ থেকে ২৬টাকা কেজি মূল্যে ১৪শ” ৭ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বনি আমিন খানের সুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৭ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ