আগুনে সব পুড়লেও অক্ষত পবিত্র কোরআন

প্রথম পাতা » ইসলামী জীবন » আগুনে সব পুড়লেও অক্ষত পবিত্র কোরআন
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯


চরফ্যাশন অগ্নিকান্ডে সব পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআনের অক্ষরগুলো।

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন পৌরশহরের জনতা রোডে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে থাকা পবিত্র কোরআন শরীফগুলো অক্ষত রয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) রাত ১২টায় চরফ্যাশন পৌরশহরের জনতা রোডের পশ্চিম উত্তর কর্ণারে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫কোটি ৩০লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থদেরতথ্য মতে সরকারি ভাবে নির্ধারিত করা হয়েছে বলে মঙ্গলবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান জানিয়েছেন।
এ অগ্নিকান্ডে ফ্যাসন গার্মেন্টস, নিউ স্টার প্লাস, ফ্যাসন খেলাঘর, মঞ্জু ড্রাগ হাউজ, মাইশা ব্রিক্স অফিস, স্বপ্নিল গার্মেন্টস, ক্যামেলিয়া গার্মেন্টস, সাথি বস্ত্রালয়, ঝিনুক স্টুডিও, মডার্ন বুক হাউজ, মালিহা বুক ডিপো, প্যারাডাইস বুক কর্ণার, সরকার বুক ডিপো, রাকিব মটরস, সোহাগ স্টোর, সাজু ডিপার্টমেন্টাল ষ্টোর, নিপা কসমেটিক্সসহ ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে চারটি বই বিক্রয়ের প্রতিষ্ঠান ছিল। এ প্রতিষ্ঠানগুলোতে বই-খাতাসহ তাকভর্তি পবিত্র কোরআন শরীফ রাখা ছিল। তাকসহ বই-খাতা পুড়ে গেলেও কোরআন শরীফগুলো অক্ষত রয়েছে।
চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমরান হোসেন জানান, ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং ৬টি দোকান আংশিক পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিপাত ডিপার্টমেন্টাল ষ্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
চরফ্যাশন খাসমহল জামে মসজিদের সাবেক খতিব মাও: আবদুল খালেক বলেন, ‘আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী। মানুষের ঈমান আমল নষ্ট হতে চলেছে। এখনই আল্লাহর দেয়া বিধান মেনে চলে ঈমান আমলকে মজবুত করা প্রয়োজন।’ এই জন্যেই আল্লাহ নজির দেখাচ্ছে হে বান্দা সব আগুনে পুড়ে গেলেও দেখ আমি আল্লাহর পবিত্র কোরআনের আক্ষরকে পুড়াইনি। তা অক্ষত রাখা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১১:৪৪:৫৮ ● ৬০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ