নেছারাবাদে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯


নেছারাবাদে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ থানা প্রশাসনের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গি সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
ঊুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ, নেছারাবাদ সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার, উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও উপজেলা কৃষকলীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক আঃ সালাম ও মিরা রানী চৌধুরি, উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপি সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান বলেন, মাদক, জঙ্গি,সন্ত্রাস প্রতিরোধ করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করতে হবে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ বর্তমান সরকার যে কঠোর হস্তে নিয়ন্ত্রন করব। মাদক ও সন্ত্রাসকারীদের বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত সুধিজন তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন এবং উপজেলা মাদকের অভয় আশ্রমগুলোর কথা উল্লেখ করেন। যেগুলো নিয়ন্ত্রন করছেন এলাকার অসাধু নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নেছারাবাদ থানার এস আই কে এম মজিবুর রহমান ও এস আই মোঃ নজরুল ইসলাম।
উক্ত কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারন জনগন, শ্রমিক, দিন মজুর ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:২৯ ● ৪২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ