মির্জাগঞ্জে ৮ লক্ষাধিক টাকার কারেন্ট জালে আগুন

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জে ৮ লক্ষাধিক টাকার কারেন্ট জালে আগুন
মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীতে অভিযান চালিয়ে ৮ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। মঙ্গলবার সকালে ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে রামপুর ও আলকি নামক এলাকায় পায়রা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০টি বেহুন্দী জাল জব্দ করে। এসময়ে ২০ কেজি ইলিশ মাছও জব্দ করে মির্জাগঞ্জ দরগাহ শরীফ ইয়াতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ লক্ষাধিক টাকা। বিকালে পায়রা নদীর তীরে দত্তেরচর নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী আটককৃত কারেন্ট জাল ও বেহন্দী জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া(ভারপ্রাপ্ত) ও সহকারি অফিসার মোঃ আমিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইউজি/এনইউবি

বাংলাদেশ সময়: ১৩:৩১:২৯ ● ৫৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ