চরফ্যাশনে তফসিল ঘোষণায় দু‘ইউনিয়নে নির্বাচনী আমেজ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে তফসিল ঘোষণায় দু‘ইউনিয়নে নির্বাচনী আমেজ
শুক্রবার ● ২২ নভেম্বর ২০১৯


চরফ্যাশনে তফসিল ঘোষনায় দু‘ইউনিয়নে নির্বাচনী আমেজ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও নবগঠিত আহম্মদপুর ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ দিয়ে বৃহম্পতিবার তফসীল ঘোষনার সাথে সাথে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ভোটের আমেজ।
শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে, হাটবাজার, রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, ক্লাব ও সামাজিক সংগঠনের অফিস গুলোতে চলছে নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন দু‘ইউনিয়নের স্ব-স্ব দলীয় প্রার্থী এই নিয়ে নানান গুঞ্জন সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর নিয়ে ভোটারগন ও দলের মধ্যে দৌড়ঁ ঝাপ শুরু হয়েছে।
নুরাবাদ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন নৌকার মাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।  এড়াও নুরাবাদের মাঠে দীর্ঘদিন কাজ তিনি কাজ করে বেড়াচ্ছেন। দলীয় ও ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন।  নবগঠিত আহম্মদ ইউনিয়নে এটি হল সর্ব প্রথম নির্বাচন। নুরাবাদ থেকে পৃথক হয়ে গ্রেজেটের পর নতুন তফসীলে নির্বাচন হচ্ছে আহম্মদপুর ইউনিয়নের। ইতিপূর্বে এ ইউনিয়ন পরিষদের ৩ তলা ভবন হাজির হাট বাজারের পূর্ব পাশে স্থাপন করা হয়েছে।
এ নির্বাচনে আওয়ামী লীগের আহম্মদপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম নৌকার প্রার্থী প্রায় নিশ্চিত বলে একাধিক দলীয় নেতাকর্মী জানান দিয়েছেন। এই দিকে বিএনপিও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিবেন বলে উপজেলা বিএনপির নেতা জানিয়েছেন। দলীয় টিকেট না হলে একাধিক প্রার্থীর সম্ভাবনা ছিল টিকেটের ফলে স্ব-স্ব দলের একজন প্রার্থী থাকছে বলে জানা যায়।
সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমার রাজনীতির গুরু আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির ও দলীয় নেতাকর্মীদের সু-দৃষ্টি থাকলে আমি মনোনয়ন পাব ইনশাহ আল্লাহ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১১ ● ৮৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ