কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় জরিমানা
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় লবনের দাম বেশি রাখায় অভিযান চালিয়ে দুই দোকানীতে পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পরে এতিমখানা ও রহমতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন।
সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, লবনের দাম বেশি রাখায় এতিখানার নুর স্টোরকে বিশ হাজার ও শুনীল স্টোরকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে জরিমানা করা হয়।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:৪৫ ● ৪৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ