যৌন নিপীড়নের অভিযোগে সেই শিক্ষকের সহকারী প্রক্টরের পদ স্থগিত

প্রথম পাতা » ঢাকা » যৌন নিপীড়নের অভিযোগে সেই শিক্ষকের সহকারী প্রক্টরের পদ স্থগিত
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯


প্রতীকী ছবি

বশেমুরবিপ্রবি সাগরকন্যা প্রতিনিধি॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ প্রদান করা হয়। ওই আদেশে প্রভাষক মোঃ হুমায়ুন কবিরকে এ ব্যাপারে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রেজিষ্ট্রার কার্যালয়ে লিখিত বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহাকারী প্রক্টর মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নেপালি ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রত বোধ করছে। বর্তমানে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের স্বার্থে তার সহকারী প্রক্টর পদটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরউদ্দিন আহমেদ বলেন, “ভারপ্রাপ্ত উপাচার্যের অনুমোদনক্রমে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।”

অভিযুক্ত শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, “ওই শিক্ষার্থী আমার বিরদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট, ও ষড়যন্ত্রমূলক যৌন নিপীড়নের অভিযোগ করেছে। ওই শিক্ষার্থীর মিথ্যা অভিযোগের পুরো ঘটনাটি আমার সম্মান ক্ষুন্ন করেছে। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি এ ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশা করছি।”

বাংলাদেশ সময়: ৭:৫১:৫৯ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ