কলাপাড়ায় আয়কর মেলার উদ্বোধন

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় আয়কর মেলার উদ্বোধন
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় আয়কর মেলার উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় দু’দিনব্যাপী ‘আয়কর মেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নবেম্বর) সকাল দশটায় কলাপাড়া পৌর শহরের শেখ কামাল অডিটরিয়মে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকনের সভাপতিত্বে এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম।
এমপি মহিব্বুর রহমান মেলায় উপস্থিত হয়ে তার আয়কর রিটার্ণ দাখিল করেন এবং নির্ধারিত কর প্রদান করে করমেলার উদ্বোধন করেন। তাঁর স্ত্রী আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তারও মেলা প্রাঙ্গনে আয়কর প্রদান করেন। শনিবার এ মেলা শেষ হবে।
কলাপাড়া কর সার্কেল-২০ এর উপ-কর কমিশনার মো. কামরুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘কর মেলায় নতুন করদাতাদের জন্য ইটিআইএন নিবন্ধন, আয়কর রিটার্ণ ফরম এবং নাগরিক সনদ সরবরাহ, আয়কর রিটার্ণ গ্রহন এবং তাৎক্ষনিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, করদাতাগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ণ জমাদানে সহায়তা এবং মেলা প্রাঙ্গনে ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তরের অস্থায়ী বুথের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।’

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৫:৪৪ ● ৪৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ