ফুলবাড়ীতে বিনামূল্যে সার বীজ বিতরণ

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে বিনামূল্যে সার বীজ বিতরণ
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯


ফুলবাড়ীতে বিনামূল্যে সার বীজ বিতরণ

দিনাজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ শীতকালীন মৌসুমে গম,ভুট্টা,সরিষা ও মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে দুপুর ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষিসম্প্রসারন অফিসার রুম্মার আক্তার এর সঞ্চালনায়, মোট ১৫শ ৮০ জন কৃষককে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে।

বিশেষ অতিথি ,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নীরু সামসুনাহার।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবীদ এটিএম হামিম আশরাফসহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রান্তিক কৃষক,ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৩:৫৫ ● ৪২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ