বাউফলে অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণের দাবিতে বিক্ষোভ!

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণের দাবিতে বিক্ষোভ!
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯


বাউফলে অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণের দাবিতে বিক্ষোভ!

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন অকৃতকার্য শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পুরণের জন্য বিক্ষোভ করেছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে ওই শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনের সামনে আধা ঘন্টা ব্যাপি ওই বিক্ষোভ করে। শিক্ষার্থীদের দাবী তাদের যেন আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়। বিক্ষোভ চলাকালে  স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে বিক্ষোভকারিরা সরে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন জানান, আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের লক্ষ্যে বাছানিক পরীক্ষায় মোট ১৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ১১৮ জন শিক্ষার্থী ফরম পূরণের জন্য বিবেচিত হয়। বাকী ৪৪ জন শিক্ষার্থী ৮ থেকে ১০ বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সভায় এই সিদ্ধান্তে তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। বাদ যাওয়া এ সকল শিক্ষার্থীরাই আমার বাসভবনের সামনে এসে বিক্ষোভ করে। যা সম্পূর্ণ অনৈতিক। পরে  বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও সাংসদ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সরে যায়।
প্রধান শিক্ষকের অভিযোগ কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের দুই ছাত্রলীগ নেতার ইন্দনে ওই শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসারেফ হোসেন খান বলেন, কমিটির সিদ্ধান্ত ও বোর্ডের নির্দেশনা অনুযায়ীই প্রধান শিক্ষক সকল কাজ করছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৫ ● ৪৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ