আমতলীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি!
সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী পৌর শহরের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার দিবাগত রাতে চুরি হয়েছে। চোরচক্র বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি করেছে বলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
জানা গেছে, পৌর শহরের আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার দিবাগত রাতে চোরচক্র মূল ফটকের কয়রা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মিলনায়তনের কক্ষের দরজার কয়রা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তিনটি আলমিরা ও একটি ওয়ারড্রোপ ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি প্রজেক্টর ল্যাম্প ও দু’টি সাউন্ড বক্স নিয়ে গেছে। অপরদিকে আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মিলনায়তন ও মেয়েদের কমন রুমের ছয়টি আলমারি ও একটি ট্র্যাঙ্ক ভেঙ্গে কাগজপত্র তছনছ করে রেখে যায়।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:২২:২৩ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ