গলাচিপা মন্দির ধ্বংসের প্রতিবাদে মানবন্ধন

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপা মন্দির ধ্বংসের প্রতিবাদে মানবন্ধন
শনিবার ● ১৬ নভেম্বর ২০১৯


গলাচিপা মন্দির ধ্বংসের  প্রতিবাদে মানবন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী চত্রা গ্রামে রাঁধাকৃষ্ণ  মন্দিরের জমি আত্মসাত, মন্দির কমিটির উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে শুক্রবার চত্রা বাংলা বাজার মন্দিরের সামনে স্থানীয় ধর্ম প্রাণ হিন্দু নারী-পুরুষ  ভক্ত বৃন্দ মন্দির রক্ষার্থে ও মন্দিরের জমি উদ্ধার সহ একটি  প্রভাবশালী স্বার্থনেষী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন বিভোক্ষ ও সমাবেশ করে।
ধর্মপ্রাণ হিন্দু জনগোষ্ঠী এবং মন্দির নির্মাণ সদস্য ও পরিচালনা কমিটির উপর বিগত ১০ অক্টোবর /১৯ তারিখ মন্দিরে সভা চলাকালীন সময় পাশ^বর্তী একটি প্রভাবশালী মহল মন্দিরে প্রবেশ করে মন্দিরে হামলা চালায় এতে কয়েকজন ভক্ত বৃন্দ আহত হয় এবং মন্দির ক্ষতি গ্রস্থ করে।
সরেজমিনে, যেয়ে জানাযায় মন্দিরের নামে সরকার কর্তৃক ২.৫০ একর জমির কিছু অংশ ঐ প্রভাবশালীরা বে-দখল করে রাখে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বর্তমানে মন্দিরে যাবতীয় ধর্মীয় কাজে ষড়যন্ত্রকারীরা নানা ভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদাণ করে। এ বিষয়ে গলাচিপা আদালতে উভয় পক্ষে দু’টি মামলা দায়ের করে। এ ছাড়া জানা যায় যে, মন্দিরটি ২০০৩ সালে স্থানীয় হিন্দু জনসাধারণ সার্বিক সহযোগিতা  করে মন্দিরটি স্থাপন করে। বর্তমানে এই বিরোধ থাকায় মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান যথাক্রমে হরিনাম কৃত্তন, পূজা, অর্চনা ও ভক্তদের ধর্মীয় কাজ কর্ম বাধাগ্রস্থ হচ্ছে বলে এলাকার লোকজন জানায়। এ ব্যাপারে সরকার ও প্রশাসনে হস্তক্ষেপ কামনা করে।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৭ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ