ইউরোপের ১০০ নওমুসলিম ওমরাহ পালনে

প্রথম পাতা » ইসলামী জীবন » ইউরোপের ১০০ নওমুসলিম ওমরাহ পালনে
শুক্রবার ● ১১ জানুয়ারী ২০১৯


---

সাগরকন্যা ইসলামী ডেস্ক॥
ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ১০০ জন নওমুসলিম তরুণ ওমরাহ পালন করেছেন। আর এ সফরটি তাদের প্রথম ওমরাহ সফর বলে সৌদি আরবের বিভিন্ন সংবামাধ্যমের বরাতে জানা গেছে।
পবিত্র মসজিদুল হারামের কার্যপরিচালনা ও জমজমের পানিব্যবস্থাপনা পর্ষদের বাহ্যিক সম্পর্ক ও জনসংযোগ বিভাগের প্রধান আহমদ বিন খাদার আর-রাজেহির নেতৃত্বে অন্য সদস্যরা নওমুসলিমদের বরণ করে নেয়।
ওমরাহ পালন শেষে ইউরোপিয়ান নওমুসলিমরা রাসুলের শহর মদিনা মুনাওয়ারায় রওজা জিয়ারতসহ সৌদির বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনে যাবেন।
মসজিদুল হারামের কার্যপরিচালনা পর্ষদ তাদের সফরে আনুষঙ্গিক প্রতিটি বিষয়ে যথাযথ দিকনির্দেশনা ও সহায়তা দেবে।
সৌদির এমন আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা ও সার্বিক সহযোগিতা পেয়ে নওমুসলিমরা বেশ মুগ্ধ হয়েছেন। তারা আবেগ-উচ্ছ্বাসে সৌদিকর্তৃপক্ষের কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ৯:৩৪:৫৫ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ