চরফ্যাশনে পেঁয়াজের কেজি ২২০টাকা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে পেঁয়াজের কেজি ২২০টাকা
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯


চরফ্যাশনে পেঁয়াজের কেজি ২২০টাকা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

পেঁয়াজের মূল্য ২০টাকা থেকে ৩/৪মাসের মাথা বেড়ে ২২০টাকা ধরে বিক্রি হচ্ছে চরফ্যাশন শহর বাজারে। বুধবার পেঁয়াজের কেজি ১৬০টাকা হলেও একদিনের মাথা বেড়ে বৃহম্পতিবার দাড়িয়েছে ২২০টাকা।  এতে একদিনের মাথা বাড়ছে ৬০টাকা। পেঁয়াজ কিনতে এসে যেমনি খুচরা ক্রেতা তেমনি খুচরা বিক্রেতারাও জিব্বা কামড় দিয়ে মাথা হাত দেয়। তবুও ক্রেতাদের চাহিদাতে পেঁয়াজ ক্রয় করতে হচ্ছে খুঁচরা বিক্রেতাদের। এর পরও মনিটোরিং না থাকা এক বাজারের একাধিক দওে পেঁয়াজ বিক্রি করছে।
চক রোড জেরিন স্টোর পেঁয়াজ বিক্রি করছে ২২০টাকা, একই রোডে বললতা স্টোরের বিক্রি হচ্ছে ২১০টাকা,জ্যাকব এভিনিউতে বিক্রি করছে ২০০টাকা। এবার চলে গেলাম আড়ৎদারদের কাছে। আড়ৎদার করিব স্টোরের মালিক কবির বলেন, আজকের ১৪নভেম্বর ঢাকার কিনাই ২০০টাকা। ৬০কেজির বস্তার প্রায় ১৫কেজিই পঁচা থাকে। বস্তা দেড় থেকে ২কেজি কম থাকে। এর পরও ২১০টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতে গেলে অনেক খাল মন্দ শুনতে হয়। বিভিন্ন মন্ত্রব্য করে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এরপর আর পেঁয়াজই ক্রয় করবো না বিক্রয়ও করবো না। গ্রাম-গঞ্জের বাজার গুলোতে এখন পেঁয়াজ বিক্রি করাই বন্ধ করে দিয়েছে। এতে সাধারণ ক্রেতারা ১ কেজির পেঁয়াজের জন্য প্রায় ১০০টাকা ভাড়া দিয়ে শহরের এসে পেঁয়াজ ক্রয় করছে। এমন একজন ক্রেতা  রহিম আলী বলেন, ভাই মহিলা পেঁয়াজ ছাড়া যেন রান্নাই করতে পারে না। তাই অনেক দাম হলে অনেক টাকা ভাড়া দিয়ে আধা কেজি পেঁয়াজ ১০৫টাকা দিয়ে কিনছি।
মাহাবুব আলম নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজ কিনা নিয়ে পরিবারের মধ্যে ঝড়গাও লাগে। স্বামী বলে পেঁয়াজ খাওয়া লাগবে না। স্ত্রী বলে তাহলে পেঁয়াজ ছাড়া তুম্ িএ রান্না কর।
চরফ্যাশন বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মাঈনুল ইসলাম মনির বলেন,চরফ্যাশনের ব্যবসায়ীরা পেঁয়াজ আটকিয়ে রেখে জোড় জুলমের ব্যবসায় করেন ন। ঢাকার কিনাই বেশি। তাই চাহিদা থাকা পেঁয়াজ ক্রয় করে বিক্রি করছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৩ ● ৩২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ