কাউখালীতে দুই যুবকের মৃত্যুদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দুই যুবকের মৃত্যুদন্ড
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯


কাউখালীতে দুই যুবকের মৃত্যুদন্ড

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামের উজ্জ্বল (১৫) নামের এক কিশোরকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।
মৃতদন্ড প্রাপ্ত দুই যুবক হলেন সাহেদ হাওলাদার (৩১) ও লিটন আকন (২৯)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাহেদ হাওলাদারের বাড়ি উপজেলার  গোসনতারা গ্রামে। লিটন আকনের বাড়ি একই উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, লিটন ও সাহেদ ২০১২ সালের ৮ জুলাই সকালে কিশোর উজ্জ্বলকে বাড়ি  থেকে ডেকে নিয়ে কাউখালী বাজারের দিকে যান। উপজেলার আসপর্দি গ্রামের একটি পানের বরজে নিয়ে তাকে হত্যা করে তার সঙ্গে থাকা ১২ হাজার ৫০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে যান তাঁরা। ঘটনার চার দিন পর ১২ জুলাই সকালে স্থানীয়  লোকজন উজ্জ্বলের লাশ দেখতে  পেয়ে পুলিশকে খবর দেয়। উজ্জ্বলের বাবা  ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ওই দিন বাবা সহিদ আকন বাদী হয়ে লিটন আকনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা মামলা করেন।
১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় লিটন আকন আদালতে উপস্থিত ছিলেন। সাহেদ হাওলাদার ঘটনার পর থেকে পলাতক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি  কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম। আসামি লিটন আকনের পক্ষে আইনজীবী ছিলেন হিরালাল কুন্ডু।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫৪ ● ৮৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ