বশেমুরবিপ্রবি ভিসি নাসিরের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রথম পাতা » সর্বশেষ » বশেমুরবিপ্রবি ভিসি নাসিরের দুর্নীতির অনুসন্ধান শুরু
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯


বশেমুরবিপ্রবি ভিসি নাসিরের দুর্নীতির অনুসন্ধান শুরু

বশেমুরবিপ্রবি সাগরকন্যা প্রতিনিধি॥

ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১৩ই নভেম্বর) তার বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু করেন দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ।

তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ নানাকিছু ক্রয়ে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য এসেছে দুদকে। এসব তথ্য দুদক প্রাথমিকভাবে যাচাই করে অনুসন্ধানের জন্য আমলে নেয়। গোয়েন্দা সংস্থা থেকেও তার বিষয়ে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়েছে দুদকে।

এছাড়া, অনুসন্ধানের আগে নাসিরউদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি তদন্ত প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধান সূত্র বলছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শিক্ষার্থী আন্দোলনের মুখে বিগত ৩০শে সেপ্টেম্বর পদত্যাগ করেন খোন্দকার নাসিরউদ্দিন।

এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৮ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ